Notice- 22
Date: 22 March 2023
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাম্পাস-২ এর শিক্ষার্থীদের পবিত্র মাহে রমজান উপলক্ষে তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণি (ইংরেজি ভার্সন ও বাংলা মাধ্যম) আগামী ২৭ মার্চ ২০২৩ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃস্পতিবার Extra Care পাঠদান চলবে। সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ একান্ত কাম্য।
পবিত্র রমজান মাসে Extra Care Fees- ১০০০/- (এক হাজার টাকা)।
বিশেষ ঘোষণা
এছাড়া উল্লেখ্য থাকে যে, সকল শিক্ষার্থী ও অভিভাবকগণের জন্য Spoken English ও আরবী শিক্ষার আয়োজন করা হয়েছে। যারা Spoken English ও আরবী শিখতে আগ্রহী তারা ভর্তি ফরম ও মাসিক ফি বাবদ (অগ্রীম) ১০০০/- (এক হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে।যাবতীয় তথ্যের জন্য ক্যাম্পাস-২ এ যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
অধ্যক্ষ
সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া।